শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নওগাঁ জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আটককৃতরা হলো পারগুড়নই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রিন্টু হোসেন, বিপ্রবোয়ালিয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে জহুরুল ইসলাম ও আকরাম, একই গ্রামের তোতার ছেলে আমিনুর ইসলাম ও মৃত কাশেমের ছেলে বুধা, গুড়নই গ্রামের হামিদুল ইসলামের ছেলে রকি, একই গ্রামের আ: মতিনের স্ত্রী রোকেয়া বিবি ও মোস্তাফিজুরের ছেলে আ: মতিন, দর্শন গ্রামের ইয়াকুবের ছেলে বেলাল।
আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি ভালো রাখতে পেট্রোল ডিউটিসহ অভিযান অব্যাহত রয়েছে। সেইসাথে বিজ্ঞ আদালতের আদেশ পেয়ে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে মঙ্গলবার সকালে আটককৃতদের নওগাঁ কোর্টে পাঠিয়ে দিয়েছি।
Leave a Reply