তানজিনা আক্তার উর্মি-( লামা)
গত ০৮ জানুয়ারী ২০২৩ ইং তারিখে ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়ায় আনুমানিক ৯০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠের সন্ধান পায় সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম জোন সদর হতে ক্যাপ্টেন মাজহার এর নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে স্তুপ করে রাখা ৯০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে।
জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৯,৮০,০০০ টাকা (উনিশ লক্ষ আঁশি হাজার টাকা) । জব্দকৃত কাঠ গুলো বনবিভাগ কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়া অত্রাঞ্চলের বিভিন্ন পাহাড়ী এলাকা হতে কর্তন করে স্তূপ করে রাখা ছিল। এবং গাছ কর্তন কার্যক্রম চলমান ছিল। জব্দকৃত কাঠগুলোর মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি। আলীকদম সেনা জোনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে বনবিভাগ কর্তৃপক্ষের নিকট কাঠগুলো হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply