ভিপি পারভেজঃ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস কার্যলয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির এই শীর্ষনেতা।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সহ-সভাপতি- তানভীন হায়দার খান, আব্দুর রউফ চেয়ারম্যান, মো. বাচ্চু মিয়া, মাকসুদ হোসেন (সাবেক চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক- আবু রিপন ভাওয়াল, আনিসুর রহমান বাবু, সহকারী সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানু, নুরনবী ওসমানী, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সভাপতি আবুল বাশার বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মান্নান, সহ সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন সাহ, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ভূইঁয়াসহ বন্দর ও সোনারগাঁ উপজেলার ইউপি মেম্বারবৃন্দ।
Leave a Reply