আবু রায়হান পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে,১৬ ব্যাটালিয়ন BGB তাদের সিমান্ত পাহারার পাশাপাশি,মাঠে যখন বিজিবি তখন জনসাধারণকে তো ঘরে থাকতেই হবে। কমান্ডার নরুল ইসলাম এর পরিচালনায়, নিতপুর,ডাঙ্গাপাড়া,বালাশহিদ,কপালী মোড়,সুহাতী,বৈদ্যপুর,মনোহরপুর,গানোইর ও পশ্চিম রঘুনাথপুরে কঠোর থেকে কঠোরতা করে সতর্ক করে দেন ১৬ ব্যাটালিয়ন।
এ দিনে উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল স্থান গুলোতে, অনেক সমাগম দেখা গেলেও,বিজিবির তৎপরতায় বেশ ফাঁকা দেখা গেছে। দোকানপাট যে কয়েকটা খোলা ছিল তা বন্ধ করা হয়েছে। শুধু মাত্র জরুরী সেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে। যারা কোন জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের হয়েছেন, আবার মাস্ক ছাড়া যারা বেপরোয়া ভাবে ঘুরাঘুরি করেছে, তাদের বেতাঘাত দিয়ে সতর্কতা করে দিয়েছেন।
সেই সাথে গ্রামের বয়ো-বৃদ্ধদের অনুরোধ করে বলেন,আপনারা বিনা কারণে ঘর থেকে বের হয়েন না,
করোনা আপনাদের অতি নিকটেই রয়েছে,সতর্কতার সাথে ঘরেই অবস্থান করুন।আর মাস্ক পরিধান করুন,
এবং বাংলাদেশ সরকারের নিয়মকানুন মেনে চলুন।
পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ, গ্রাম্য পুলিশ এবং সেচ্ছাসেবীরাও মাঠে মাইকযোগে সতর্কতার টহল দিয়ে যাচ্ছেন। বর্তমানে কঠোর লকডাউন পালনে সর্ব সাধারণের পক্ষ থেকে ভালো সারা পাওয়া যাচ্ছে।
Leave a Reply