আলআমিন কবিরঃ কাঁচপুর এন্টার প্রাইজ ও কাঁচপুর ড্রেজিং প্রক্লপের সন্মানিত চেয়্যারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সফিকুল ইসলাম খান লিটনের সু সাসথ্য কামনায় দোয়া ও সৌজন্য সাক্ষাৎ করেন – উক্ত প্রতিষঠানের পার্টি জনাব মোঃ বাবুল।
কাচপুর ইউনিয়নের তরুন সমাজ সেবক ও সোনারগাঁও উপজেলা আওয়ামি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম খান লিটনের শারিরীক অ সুস্থতার জন্য দোয়া কামনা করেন চেঙগাইন সিন্ডিকেটের পক্ষ থেকে মোঃ বাবুল গত সোমবার বিকালে
কাঁচপুরে অবস্থীত আওয়ামী যুবলীগের পার্টি অফিসে উপস্থিত হয়ে উক্ত প্রতিষঠানের চেয়্যারম্যান সফিকুল ইসলাম খান লিটনের জন্য দোয়া কামনা ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সোনারগাঁও বাসী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
Leave a Reply