স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়িতে এক প্রবাসীর সম্পত্তি দখল ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী প্রবাসী মাইনুল বাদি হয়ে রবিবার সকালে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তরা হলেন, কাশিমপুর থানাধীন ৫নং ওয়ার্ড সুরাবাড়ী এলাকার বাসিন্দা আঃবারেক মিয়ার ছেলে আঃমালেক(৫৩),মৃত ছলিম উদ্দিন মিয়ার ছেলে হাবেল (৫৪) ছোট ভাই সালাম(৪৫) ও মো.রহম উদ্দিন মিয়ার ছেলে আরফান মিয়া (৫০) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।
ভুক্তভোগী মাইনুল বলেন, অভিযুক্তরা সম্পর্কে আমার মামাতো ভাই হয়। দীর্ঘসময় প্রবাসে কাটিয়ে এসে মায়ের রেখে যাওয়া নানীর ভাগের ৩ একর সম্পত্তি বুঝে নিতে অভিযুক্তদের কাছে ইচ্ছা পোষণ করি। অভিযুক্তরা সম্পত্তি বুঝিয়ে না দিয়ে উল্টো সম্পত্তির মালিকানা দাবি করে বসেন আমার কাছে। সম্পত্তির মালিকানা না দেওয়ায় প্রতিনিয়ত হত্যার হুমকি বিভিন্ন ও মিথ্যা মামলা দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে সন্ত্রাসে আখ্যায়িত করে ভুয়া সংবাদ প্রকাশ করে আসছে অভিযুক্তরা।
গত ইং-৩০/০৯/২০২২ তারিখ সকাল অনুমান ৯টার দিকে অভিযুক্তরা অবৈধ ভাবে আমার ওয়ারিশ সম্পত্তি জোর পূর্বক আম-মোক্তার নামা করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। আমি সম্মত না হওয়ায় অভিযুক্তরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রান নাশের হুমকি প্রদর্শন করে। অধিকন্তু অভিযুক্তরা উক্ত সম্পত্তি আমি আম-মোক্তার নামা করে না দিলে তারা আমাকে আরো মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার বিদেশযাত্রা বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে। অভিযুক্তরা যেকোনো সময় আমার ও আমার পরিবারকে খুন জখম সহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে আমি আশঙ্কা করছি। আমি সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে একাধিকবার অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো.রাফিউল করিম বলেন,সকালে এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply