ফারুক আহমেদঃ গোবিন্দগঞ্জের করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে ও মহামারী করোনা মোকাবিলায় গোবিন্দগঞ্জ উপজেলায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শ্বাস ব্রিগেড নামক সেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। আজ (২৯ জুলাই, ২০২১)বৃহস্পতিবার সকাল ১০ টায় এক প্রেস বার্তায় উপজেলার একদল উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা শ্বাস ব্রিগেডের ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে সংবাদিকদের অবগত করেন।
বার্তায় শ্বাস ব্রিগেডের সমন্বয়ক তাহমিদ চৌধুরী বলেন, করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে ‘শ্বাস ব্রিগেড’ নামে আমরা ভলেন্টিয়ার্স টিম গঠন করেছি। জনগণের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। শ্বাস ব্রিগেড অক্সিজেন সিলিন্ডার সহায়তার প্রয়োজনে জনগণের পাশে থাকবে।”
সহ-সমন্বয়ক হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসতন্ত্র দুর্বল হয়ে পড়ার কারণে প্রয়োজনীয় অক্সিজেন তিনি নিতে পারেন না। রোগীর অবস্থা জটিল হলে অক্সিজেন দিতে হয়। তাই তাদের সুবিধার্থে আমরা দিন রাত ২৪ ঘন্টা প্রস্তুত আছি। আমাদের ০১৯৩৪ ৫৭০১১৫, ০১৭৪৯৩৭২৩৭৮, ০১৭৮৩১৬৬৬৭৫ এই নাম্বারে ফোন করলে আপনাদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে।
শ্বাস ব্রিগেডের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহমীদ চৌধুরী ও সহ-সমন্বয়ক হিসেবে হুমায়ুন আহমেদ বিপ্লব। শ্বাস ব্রিগেডের অন্যান্য সদস্যরা হলেন- খাদিজা খাতুন, মেহরাব জাহিদ, রাশিদ তাকি রাশু, ফরিদ আহমেদ পাপ্পু, আজমাইন মাহতাব মিলন, শ্রাবণ চন্দ্র মহন্ত ও অয়ন সুলতান।
Leave a Reply