স্টাফ রিপোটার ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া বাজারে জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম (২৬) ও তার সহযোগী বকুল মিয়া (২৮) কে ইয়াবা ও হেরোইনসহ আটক করে র্যাব।
মঙ্গলবার(৯ আগষ্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করে র্যাব-১৩ গাইবান্ধা।
আটকৃত ফরিদুল ইসলাম গাইবান্ধা শহরের জুম্মাপাড়া এলাকার সাহেব উদ্দিন (ভোঁটকা) এর ছেলে। আসামী বকুল মিয়া বাগুড়িয়া এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, সোমবার (০৮ আগষ্ট ) রাতে র্যাব-১৩, সিপিসি- গাইবান্ধা কোম্পানী একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের মদনেপাড়া বাজার সংলগ্ন খাজা মিয়ার দোকানের সামনে এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ট্যাবলেট ও হিরোইন সহ তাদেরকে আটক করা হয়। আটকৃত আসামী ফরিদুল পিতা সাহেব উদ্দিন (ভোঁটকা) জুম্মা পাড়া ৯ নং কুটিপাড়া এলাকার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানায় অফিসার ইনচার্জ কাওছার আলী।
Leave a Reply