টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকার ফুটপাত থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদ করায় গাছা থানাধীন ৩৫নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী ও মহানগর যুবলীগ নেতা মীর ওসমান গনি কাজলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রি মহল।
এবিষয় শুক্রবার বিকেল নগরীর বোর্ড বাজার এলাকার রাধুনি রেস্টুরেন্টে সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকা বাসী।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ৩৫নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী ও মহানগর যুবলীগ নেতা মীর ওসমান গনি কাজল বলেন,গত ৩দিন আগে জোরজুলুম করে ফুটপাতের অসহায় হকার দের কাছ থেকে টাকা উত্তোলন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিল আব্দুল্লাহ আল-মামুন মন্ডলের লোকজন। কিসের টাকা উত্তোলন করছেন এমন প্রশ্নে তার মারমুখী আচরণ করে এবং ইজ্জারা আদায়ের শ্লিপ দেখায়। তবে আইন ও সরকারি নিয়ম অনুযায়ী সড়ক কখনো ইজারা দেওয়া যাবে না এটা উল্লেখ আছে। সেই বিষয় প্রতিবাদ কারই কাল হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ড কাউন্সিলরের লোকজন মারমুখী আচরণ করতে শুরু করে।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর এক ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করেন, সেখানে ইজারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন,সিটি কর্পোরেশনের নিধারিত মূলে ইজারা পেয়েছে গাছা থানা তাঁতি লীগ সভাপতি জামাল খান।তিনি তার ইজার টাকা উত্তোলন করবে কি না সেটা তার বিষয় আমার কোন সম্প্রতা নেই। মীর জাফরের বংশধর বিএমপি জামাতের এজেন্ট টা যে মিথ্যা চার করছে তা সম্পূর্ন মিথ্যা ভুয়া বানোয়াট।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডল ও মীর ওসমান গনি কাজলের পক্ষে বিপক্ষে সমর্থন দের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বোর্ড বাজার এলাকার অসহায় নিম্ন বিত্ত আয়ের ফুটপাতে হকারা মীর ওসমান গনি কাজলের এমন প্রতিবাদী উদ্যোগকে সাধুবাদ জানান।তারা বলেন,দীর্ঘদিন এই চাঁদাবাজরা বিভিন্ন অংকের টাকা জোরপূর্বক নিয়ে যেতো টাকা না দিলেই তারা শুরু করতো নির্যাতন। মাল নষ্ট করা,মাল নিয়ে যাওয়া, মারধোর করা এটা প্রতিদিনের দৃশ্য।
Leave a Reply