জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর সিটি কর্পোরেশনর উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউ এস সিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় “বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প” – এর আওতায় গাজীপুর নগরীতে এক মাস ব্যাপী কিশোর কিশোরীর স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার ২৪শে মে সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন মিল আয়াতনে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এই কর্মসূচি উদ্বোধন করেন।
কিশোর কিশোরীদের উচ্চতা-ওজন মাপা, কিশোরীদের ফ্রি স্যানিট্যারি ন্যাপকিন, বিভিন্ন স্বাস্থ্য বার্তা, সেশন নেয়া ছাত্র-ছাত্রিদের নিয়ে এবং সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশনের নির্ধারিত ৮টি ওয়ার্ডের ৮টি স্কুলে প্রথম অবস্থায় এই কর্মসূচী চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হেলথ অফিসার ডাঃ রহমত উল্লাহ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের হেলথ, নিউট্রিশন এন্ড এইচ আইভি এইডস সেক্টর ডিরেক্টর ডাঃ লিমা রহমান ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু,২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল ভুঁইয়া। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশে- এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply