মোঃ নাসির উদ্দিনঃ সমাজসেবা সমন্বয় পরিষদের তিন বছর মেয়াদী নির্বাচন আগামী ১লা অক্টোবর গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
গত ১৩ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জানা গেছে, মোট ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচন উপলক্ষে ১০ টি পদের বিপরীতে ১২ জন্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রার্থী ফরম জমা নেয়া হয় এবং ১৮ সেপ্টেম্বরের মধ্যে যাচাই—বাছাই করে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। সভাপতি ও সহ সভাপতি (মহিলা) পদে প্রতিদ্বন্ধিতা হবে। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন এ্যাড. সাজেদুজ্জামান ভূঁইয়া ও এ্যাড. জালাল হোসেন। সহ সভাপতি (মহিলা) পদে প্রতিদ্বন্ধিতা করবেন প্রবীণ আওয়ামী লীগ নেত্রী দিলরুবা ফায়জিয়া ও গাজীপুর মহানগর মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ফারজানা ইয়াসমিন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে ভোট অনুষ্ঠিত হবে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply