আরিফুল ইসলাম শামিমঃ গাজীপুর মহানগরে ১নং ওয়ার্ডের মাধবপুর তেতুল তলা এলাকার রিপনের বাড়ির ভাড়াটিয়া গাজীপুর দক্ষিণ পানিশাইল এলাকার জনপদ নিউজ কোম্পানি লিমিটেডের পরিচালক মোঃ শহিদুল ইসলাম (৬৭) ২০ শতাংশ খাসজমি সরকারি এনে দেওয়ার কথা বলে ১৪ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে এ ঘটনায় মোঃ মনির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড মাধবপুর তেতুলতলা রমজান আলীর বাড়ির ভাড়াটিয়া মোঃ মনির হোসেন পার্শ্ববর্তী রিপনের বাড়ির ভাড়াটিয়া মোঃ শহিদুল ইসলামের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদে জনপদ নিউজ কোম্পানির পরিচালক পরিচয় দিয়ে সরকারি খাস জমি ক্রয় করার জন্য তাকে অভিনব কায়দায় ফাঁদে ফেলে । এক পর্যায়ে অত্র থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় ২৯১ দাগে মোট ৭২ শতাংশ জমি এর কাতে ২০ শতাংশ সরকারি খাস জমি লিজ এনে দিবে বলে জানায় । মনির হোসেন তার কথা সরল মনে বিশ্বাস করে গত ০২/১১/ ২১ তারিখ থেকে বিভিন্ন সময়ে সর্ব মোট ১৪ লাখ ৬৫ হাজার টাকা দেয় । ভুক্তভোগী মনির হোসেন জানায় ,গত ৬/১১/২১ তারিখে রাত ১০ টার সময় গ্রামের বাড়ি যাবার কথা বলে বাসা থেকে বের হয় এবং তিন দিন পর বাড়ি থেকে এসে জমি রেজিস্ট্রি করে দিবে ২০/১১/২১ ইং তারিখের মধ্যে বলে জানায় । কিন্তু সে বাড়ি থেকে তিনদিন পর বাসায় ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ০১৭৩৩৭৭৮৯২৭ ও ০১৯৫৬০৯৭২২৯ ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় । তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অদ্যবধি তার কোন সন্ধান পায়নি । তবে তার কর্মকাণ্ডে মনির হোসেন আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে । এ অবস্থায় তার পরিবার অভাব অনটনের মধ্যে কাটাচ্ছে বলে জানায়। শহিদুল ইসলাম টাকাগুলো নিয়ে আত্মগোপন করেছে বলে জানায় , অবশেষে তাকে না পেয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হলাম । তাকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে ।
Leave a Reply