জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতপ ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম তুষারকে নির্বাচিত করায় আনন্দিত কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের প্রবীন – নবীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ১৫ই মে গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ও গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাজীপুর ৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজের সাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য নিশ্চিত করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতির মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এর নাম ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম তুষারকে নির্বাচিত করায় উপজেলা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে নবনির্বাচিত ১যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারের সমর্থকরা।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা সর্বসাধারণ জনগণ এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে তারা।
নবনির্বাচিত কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার বলেন, দীর্ঘ দিন ধরেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের বার বার সফল প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র, শোষণ-বঞ্চনা ও দুর্নীতি মুক্ত একটি উন্নত-সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগনকে সম্পৃক্ত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। নতুন করে জেলা আওয়ামীলীগে থেকে গুরু দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি কথা দিচ্ছি কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগ কে আরও সুসংগঠিত করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র, শোষণ-বঞ্চনা ও দুর্নীতি মুক্ত একটি উন্নত-সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগনকে সম্পৃক্ত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে নিরলসা কাজ করে যাবো।
Leave a Reply