জাহিদ হাসান জিহাদঃ উদিয়মান পরিশ্রমী ছাত্রলীগ নেতা নাছির মোড়ল। তাকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে মদপাণের একটি এডিটিং ফটো ভাইরাল করে তার চরিত্র হণনের চেষ্টা করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। বেশ কিছু সতীর্থরা এডিটিং করা সেই ছবি এ প্রতিবেদকের কাছেও প্রেরণ করে তার বিরুদ্ধে প্রতিবেদন লেখার যুক্তি তুলে ধরেন।
অনুসন্ধানে জানা গেছে আসন্ন জেলা ছাত্রলীগের কমিটিতে নাছির মোড়ল সম্ভবত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে চলেছেন। এ কারনে একটি মহলের গাত্রদাহ। তারা চায় না উদিয়মান ছাত্রলীগ নাছির মোড়ল উক্ত পদে নির্বাচিত হোক। কারন তাদের পছন্দের প্রার্থী তিনি নয় এমন বক্তব্য নাছির সমর্থকদের।
তারা বলছেন, এ কারনেই কুচক্রী মহলটি ফটো এডিটিং করে তার চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছেন। যাতে তাকে কেন্দ্রীয় কমিটি জেলা ছাত্রলীগের শীর্ষ পদে নির্বাচিত না করেন বা তাকে উক্ত পদে বিবেচনায় না নেয়।
Leave a Reply