নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের পুবাইলে আওয়ামীলীগের সদস্য পদে থেকে ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসাবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন গাজীপুর মহানগর ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের ৬৫ নম্বর সদস্য মিনহাজুল ইসলাম মিনহাজ। সম্প্রতি পুবাইল থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের হাতে জীবন বৃত্তান্ত তুলে দেন তিনি। এ ঘটনায় পুবাইলের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, পুবাইলের মেঘডুবি এলাকার বাসিন্দা মিনহাজ ২০২০ সালে গাজীপুর মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে গঠিত ৪০নং ওয়ার্ডের আহবায়ক কমিটির ৬৫ নম্বর সদস্য হিসাবে রাজনৈতিক ভাবে সক্রিয় ছিলেন। ৬৬ সদস্য বিশিষ্ট সেই কমিটি অনুমোদন করেন তৎকালীন ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত তৎকালীন সাধারণ সম্পাদক এড.জাহাঙ্গীর আলম। সেই থেকে জাহাঙ্গীরপন্তী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হলেও তার নেই কোন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রত্ব। ভোটার তালিকার তথ্য মতে ১৯৯১ সালের জানুয়ারি মাসে জন্ম নেওয়া এই নেতা তিন বছর আগেই অতিক্রম করছেন ছাত্রলীগের বয়সসীমা। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ১৮(খ) ধারা অনুযায়ী অন্য সংগঠনের সাথে জড়িত ব্যক্তি ছাত্রলীগ করতে পারবে না উল্লেখ থাকলেও আওয়ামীলীগের সদস্য পদ থাকা এবং বয়সসীমা অতিক্রম করার পরও মিনহাজ কিভাবে ছাত্রলীগে সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন তা নিয়ে উঠছে না না প্রশ্ন।
এবিষয়ে কথা হলে ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক হাসানুল বান্না মজু বলেন, মিনহাজ ২০২০ সাল থেকে ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ছিলেন। সম্প্রতি পুবাইল থানা আওয়ামীলীগের সম্মেলনে গাজীপুর ৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি আপার সুপারিশ সংবলিত একটা আবেদন জমা দিয়েছেন যেখানে উল্লেখ ছিল তার বাবার নামের বদলে ভুল বসত তার নাম চলে এসেছে।বিষয়টি মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। এর পরবর্তী প্রদক্ষেপের বিষয়ে আমার জানা নেই।এ বিষয়ে কথা হলে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল বলেন, পুবাইল থানা ছাত্রলীগের সম্মেলনে জীবন বৃত্তান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে বয়সসীমা নির্ধারণ করা আছে। গঠনতন্ত্রের বাইরে সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ নেই।
Leave a Reply