আরিফুল ইসলাম শামিমঃ গাজীপুর মহানগর বাসন থানায় ফটো সাংবাদিক কে থানায় ঢুকতে দিলেন না ডিউটিরত পুলিশ কনস্টেবল।
শুক্রবার রাত সারে আটটার সময় বাসন থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) এর সাথে দেখা করার জন্য তিনজন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদি বাসন থানায় গেলে ফটো সাংবাদিক রাজু আহমেদ ভিতরে যেতে চাইলে ডিউটিরত পুলিশ কনস্টেবল তাকে ভিতরে ঢুকতে দেয়নি।
ফটো সাংবাদিক রাজু আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন আমার থানায় যাওয়া আসা কম থাকলেও সবার কাছে পরিচিত মুখ তিনি । আজ শুক্রবার কোন প্রয়োজন বাসন থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের কাছে দেখা করার জন্য গেটের ভিতরে ঢুকতে গেলে কনষ্টবল মিজান তাকে গেট থেকে বাহির করে দেন । আমি ফটোসাংবাদিক রাজু আহমেদ পরিচয় দিলেও ভিতরে অনেক লোক আছে বলে থানার ভিতরে ঢুকতেই দেননি গেটের ডিউটিরত পুলিশ কনস্টেবল মিজান।
ফটো সাংবাদিক রাজু আহমেদ আরো বলেন, যে তখন অনেক লোকজন ভিতরে ঢুকছে আর বাহির হচ্ছে। তারপরেও রাজু আহমেদ কে একবার নয় দুইবার বাহির করে দেন ঐ পুলিশ কনস্টেবল। অনেক লোকজনের সামনে বাহির করে দেওয়ায় রাজু আহমেদ লজ্জায় পড়ে যান। তিনি বলেন থানা সকলের জন্য উন্মুক্ত, তাই সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন রাজু আহমেদ।
গাজীপুরে ৯ বছর যাবৎ ফটোসাংবাদিক হিসেবে সুনামের সহিত গাজীপুর জেলায় কাজ করে আসছেন। সকল নেতাকর্মীর সাথে ভালো সম্পর্ক ও চেনাজানা। বিভিন্ন প্রোগ্রামের কাজ সুনামের সহিত ও নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যাণে করে আসছেন তিনি।
Leave a Reply