নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগর সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক,শেখ মোহাম্মদ মাসুদ। তিনি নতুন বছরের এ শুভলগ্নে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ১৪২৯ বাংলা সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে সবার জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমরা চাই নতুন বছর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের দুখ-কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যিই আনন্দময় করে তুলতে পারবো। অর্থ-বিত্ত, আধিপত্য কিংবা পেশীশক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় আমরা করতে চাই। শুভ নববর্ষ ১৪২৯’র শুভকামনা সকলের প্রতি।
Leave a Reply