স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল নববর্ষের বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নববর্ষের ১৪২৯বাংলা সাল দিয়ে নতুন দিন নিয়ে শুরু করলো। বিগত একটি বছরের সকল গ্লানী ঝেরে ফেলে নতুন আশায়, নব উদ্দীপনায়, নতুন সুরের মূর্ছনায় যাত্রা শুরু করলো আরও একটা নতুন বছর।।নববর্ষের এ শুভলগ্নে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে সর্বস্তরের জনগনকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা।
ধুয়ে মুছে চলে যাক সকলের জীবন থেকে বিগত বৎসরের গ্লানী। সুখ ও শান্তিতে ভরে উঠুক নতুন বৎসরের নতুন দিনের নতুন আশার সমারোহে প্রত্যেকের জীবন। বিগত বৎসরের কন্টকাবৃত সকল জীবন পথ উম্মুক্ত হোক নতুন আঙ্গিকে নতুন সূর্যের আলোয়। সকলের জীবন এগিয়ে যাক সহজ ও মসৃণ পথ ধরে আনন্দ সুখের উল্লাসে। সকলের সাথে সকলের দুষমনি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর ও শান্তির ঝর্ণধারায় উদ্ভাসিত হোক।
হিংসা প্রতিহিংসা জিঘাংসা কুটিলতা ইত্যাদি সরে যাক সকলের মন থেকে। মানবতার বন্ধনে আবদ্ধ হোক সকলের জীবন। সকলের চলার পথ হয়ে উঠুক শান্তি ও সুখাবৃত যাত্রাপথ রূপে। সুখ শান্তি প্রতিষ্ঠিত হোক সকল অশান্ত জনপদে।
নির্মল স্বচ্ছ কাঁচের মত পরিস্কার হয়ে যাক সকলের মন। সকলেই ভাল থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এ কামনায় সকলকে আবারও শুভেচ্ছা।
Leave a Reply