স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আহসান রাসেল সরকার বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আবারো রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপির নীল নকশার পরিকল্পনা করছে। বিএনপির সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এর নির্দেশনা গাজীপুর মহানগর যুবলীগ মাঠে থাকবে।শনিবার গাজীপুরে চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিল গাজীপুর মহানগর যুবলীগের সদস্য আলহাজ্ব খোরশেদ আলম সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাপেল সাবেক কাউন্সিলর সফর আলী ,যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, মোঃ আব্দুল হালিম মন্ডল, হারুন অর রশিদ, হানিফ তালুকদার, রবি, আক্তার সরকার, মনির হোসেন সাগর প্রমুখ।
এ সময় রাসেল সরকার আরো বলেন, বিএনপি অতীতে দেশে গুম খুন ও দুর্নীতির রাজনীতি পরিচালনা করে দেশকে উন্নত বিশ্বের কাছে একটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলো। সেই ব্যর্থ রাষ্ট্র থেকে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শিতায় উন্নত রাষ্ট্র হিসেবে বহি বিশ্বে কাছ থেকে বাংলাদেশকে স্বীকৃতি এনে দিয়েছে। এখন আর বাংলাদেশ কে বটম লেস বাস্কেট হিসেবে কেউ ট্রিট করে না। বিএনপি জামাত ক্ষমতায় আসলে আবারো দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠবে তাই আগামী সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী হাত কে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য সকলকে অনুরোধ করছি।
Leave a Reply