বিশেষ প্রতিনিধিঃ খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর শহরের জয়দেবপুর রেল গেটের দুই পাশে রেলের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে চাঁদাবাজির বানিজ্যলয় একশো থেকে দেড়শ দোকান বশিয়ে দোকান থেকে ২০০ থেকে ৫০০ টাকা নিচ্ছে প্রতিদিন এই বাবুল আর টাকা না দিতেপারলে তাদের ওপরে নেমে আসে অমানবিক নির্যাতন কয়েকজন দোকানির সাথে কথা বলে জানা যায় এই বাবুল বিগত দিনে রিকশা চালিয়ে জীবন যাপন করতেন তার পরে জয়দেবপুর রেল গেটে চা দোকানে কাঁধে করে দোকানে দোকানে পানি বিক্রি করতেন যার নুন আনতে পান্তা ফুরায় সেই বাবুুল (ঘারকাটা বাবুল) এখন আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পরে পরিচয় হয় এলাকার এক বড় ভাইয়ের সাথে সেই বড় ভাইয়ের হাত ধরে বি, এন,পির রাজনিতিতে আশা তার পরে শুরু হয় তার ছোটখাটো চাঁদাবাজি সেই থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি তার পরে সুযোগ বুঝে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দেন তিনি দলের কিছু নেতাদের ম্যানেজ করে আবারও শুরু হয় তার বেপরোয়া চাঁদাবাজি তাকে দেখে মনে আমিরিকার ডোনালট্রাম তার চলাফেরা বেশভূষা দেখলে সাধারণ মানুষ আতঙ্কে থাকে
গাজীপুরের সহরের জয়দেরপুর রেলের পশ্চিমে জয়দেরপুর বাজার ও হিন্দু ধর্মালম্বীদের কালীমন্দীর এবং পূর্ব পাশে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় এবং গাজীপুর জেলা জজ কোট, এমনিতেয় ব্যস্ত নগর প্রতিনিয়ত যানজট জয়দেরপুর রেলগেটের ফুটপাত দখল করে প্রতিনিয়তঃ নিচ্ছে চাঁদার টাকা আর প্রতিনিয়ত হচ্ছে চুরি ছিনতাই ও ডাকাতির মতো জঘন্য কাজ আর এই সব অপকর্মের মূলহোতা হচ্ছেন বাবুল (ঘারকাটা বাবুল )কিতার পরিচয় কে এই বাবুল (ঘারকাটা বাবুল)ও কার অদৃশ্য শক্তিতে করছে চাঁদাবাজি বিস্তারিত আসছে আগামী সংখ্যায়।।
Leave a Reply