গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত ইজ্জত উল্ল্যার ছেলে বাবু মিয়া (৪৮)কে আটক করা হয়। বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, বাবু মিয়ার নামে জি আর ৪৪/২০১৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং জি.আর-৮৮/১৮, ৩৪/১৭, ৪৯৭/১৫,৫৫৮/১৪,১৪৩/১১ এবং জয়পুরহাট জেলার কালাই থানার মামলা নং-০৮, ২৬অক্টবর ১৪ সালে মাদক, নারী ও শিশু নির্যাতন। গরু চুরি সহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে । গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার সি সার্কেলের নির্দেশনায় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী সহ কং/ শাহারুল এর রুদ্ধশ্বাস অভিযানে এবং নিয়মিত ডাকাতি মামলার আসামি বাবু মিয়া(৪৮), পিতা মৃত ইজ্জত উল্ল্যা, সাং আলীগ্রাম থেকে অদ্য ইং ১৮ই এপ্রিল বিকাল ০৩.০০ ঘটিকায় পুঁইয়াগাড়ী এলাকা হইতে গ্রেফতার করা হয়। নিয়ম মোতাবেক হাজতে রাখা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
Leave a Reply