মাসুদ পারভেজঃ সড়কে সিএনজি স্টেশনকে দিতে হলো জরিমানা চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি অটোরিকশা স্টেশন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সিএনজি রাখায় চালকদের ১০ মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে মইজ্জারটেক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্টেশন উচ্ছেদে এ অভিযানে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।তিনি বলেন, সড়কে অবৈধভাবে গড়ে উঠা সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়েছে।
এরপরেও তারা প্রধান সড়কে সিএনজি পার্কিং করে চলে যায়। এতে এ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আজকের অভিযানে ১০ মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি। এ সময় দুটি দোকান উচ্ছেদ এবং দুই অটোরিকশার চালককে দুই হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply