মাসুদ পারভেজঃ মান্নানকে সভাপতি রেখে সাধারণ সম্পাদক পদে রদবদল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বহাল থাকলেও সাধারণ সম্পাদক এমএ মালেককের স্থলাভিষিক্ত হয়েছেন জসিম উদ্দিন।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।এদিন সম্মেলনে প্রথম অধিবেশনে শীর্ষ নেতারা কমিটি নির্বাচনের ক্ষমতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ওপর ন্যস্ত করেন। ভূমিমন্ত্রীর মতামতের ভিত্তিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মনছুরের সঞ্চালনায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে পুনরায় সভাপতি রেখে জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এর আগে ২০০৪ সালের ১১ এপ্রিল আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে বাহাউদ্দিন খালেক শাহজীকে সভাপতি ও কাজী মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়েছিল।পরে সম্মেলন ছাড়াই দুটি কমিটি হয়। একটিতে কাজী মোজাম্মেল হককে সভাপতি ও অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এবং অন্যটিতে অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে সভাপতি ও এমএ মালেককে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
Leave a Reply