মাসুদ পারভেজঃ সিইউএফএল কারখানায় আগুন, উৎপাদন বন্ধ আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) একটি প্ল্যান্টে আগুন লাগার পর সার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে।মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের বয়লারের পাইপে আগুন লাগে বলে কোম্পানির ফায়ার অ্যান্ড সেফটি অফিসার আবদুর রব জানান।আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে তিনি বলেন, “আমরা ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি।”সিইউএফএল’র জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, “অ্যামোনিয়া প্ল্যান্টে বয়লারের পাইপে আগুন লাগার পর আমাদের নিজস্ব অগ্নি নির্বাপণ কর্মীরা গিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে।
“আগুন লাগার পর সার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কেন আগুন লেগেছে সেটিও আমরা তদন্ত করে দেখছি।”
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তরফে বলা হয়েছে, আগুন লাগার সংবাদ পেয়ে কাফকো, চন্দনাইশ ও আনোয়ারা ফায়ার স্টেশন থেকে কর্মীরা গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply