মাসুদ পারভেজঃ চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪ জন ২-৩ শত জনের বেশি আহত হয়েছে বলে মানুষ ধারনা করছেন, এই পর্যন্ত্য ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে
যতটুকু জানতে পেরেছি;
একের পর এক কনটেইনার বিস্ফোরণ হচ্ছে,
সীতাকুণ্ডে লাইভ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এ সময় লাইভে থাকা ব্যক্তিটাও মারা গেছে।
এবং ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সব মিলিয়ে ২০০-৩০০ জনের বেশি লোক আহত, ৪ জন নিহত এখন পর্যন্ত্য আরো বাড়তে পারে।
বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণ। ৫০ হাজারের বেশি কেমিক্যাল কনটেইনার ছিল সেখানে। প্রায় ১০ কিঃমিঃএলাকা জুড়ে কেঁপে উঠছে ।
আশেপাশের বাড়িঘরের জানালার গ্লাস সহ ভেঙে গেছে।
লাইভে দেখা যায় আগুন নিভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন অবস্হায় বিস্ফোরণটি ঘটে…ফায়ার সার্ভিস এর পুরো টিম উড়ে গেছে বিস্ফোরণে।
পুরো চট্টগ্রামের সকল এম্বুলেন্স সীতাকুণ্ডে নেওয়া হচ্ছে এবং ব্লাড ডোনার দের সীতাকুণ্ডে যাওয়ার অনুরোধ করা হয়েছে সিভিল সার্জনের পক্ষ হতে। সরকারি বেসরকারি হাসপাতাল খোলা রাখা হয়েছে, আশেপাশের জেলা হতেও ফায়ার সার্ভিসের টীম নেওয়া হচ্ছে।
Leave a Reply