মাসুদ পারভেজঃ আগামী ১লা ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র জি.ই.সি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের সর্ববৃহৎ ফার্ণিচার ‘মেলা চট্টগ্রাম ফার্ণিচার মেলা-২০২২’ মেলায় দেশি ও বিদেশী স্বনামধন্য ফার্ণিচার কোম্পানিগুলো তাদের নিজেদের পণ্য উপস্থাপন করবে। ফার্ণিচার মেলা সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য নগরীর স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্ট’স ও বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাথে সম্প্রতি নগরীর একটি হোটেলে স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্ট’স এর সাথে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতি। চুক্তিপত্রে ফার্ণিচার শিল্প মালিক সমিতির পক্ষে স্বাক্ষর করেন, চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ.এস.এম নুরউদ্দিন, ও ১২তম চট্টগ্রাম ফার্ণিচার মেলা এর আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজম খাঁন। চিটাগাং ইভেন্টসের পক্ষে স্বাক্ষর করেন চিটাগাং ইভেন্ট’স এর সম্মানীত চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আয়েশা বেগম । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আল ইকবাল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আই.এম ইফতেখার, সহ-সভাপতি সাইফুদ্দিন চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক সৈয়দুর রহমান আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মো: শাহিনুল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাহেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন-সহ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: জোবাইর হোছাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, অর্থ ও গবেষনা সম্পাদক মো: শাহ আলম, উপদেষ্টা ছিদ্দিক আহমদ, সদস্য-মো: বেলাল উদ্দীন, সুকুমার দেবনাথ, মো: ওমর ফারুক, মো: মুজিবুর রহমান চট্টগ্রাম বিভাগীয় ফার্ণিচার সমিতি। চিটাগাং ইভেন্টসের পক্ষে উপস্থিত ছিলেন সি.ই.ও মোঃ মনজুরুল ইসলাম রায়হান, এক্সিকিউটিভ মোঃ রাসেল, মোঃ মেহেদী হাছান, মোঃ ওমর ফারুক ও অন্যান্যরা। উক্ত মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিষ্ঠান গুলোকে মেলা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আয়োজক সংস্থা।
Leave a Reply