মোহাম্মদ ইসমাইল চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় সিংহভাগ জায়গা অনাবাদি! সরোজমিনে দেখা মিলল এ সকল অনাবাদি জমি এই ছবি দেখলে বোঝা যাবে ধান ক্ষেত, আসলে এগুলো ধান নয় সব আগাচায় ভরপুর জানা যায় এই জমি দের যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে কিন্তু জমির সংখ্যাও কম নয়, এই বিলে জমির পরিমান ছয় দ্রোনের ও অধিক, তাই এই বিলের নাম ছয় দ্রোনা বিল, এটা চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন কদুরখীল এলাকায় অবস্থিত, অত্র জমিগুলোর মালিক গন কেউ চাযী না হওয়াতেই এই অবস্হা, তবে অত্র এলাকায় চাষী না হয়েও অনেকেই চাযীদের জন্য সরকারের বরাদ্দকৃত সুবিধাগুলো ভোগ করে আসতেছে কিন্তু বেড়া ঠিকই ক্ষেত খেয়ে ফেলতেছে দেখার কেউ নেই এ যেন হরিলুট! এ ব্যাপারে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা করার অনুরোধ জানান এলাকাবাসী এভাবে বোয়ালখালীতে অনেক জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে! অনেক কৃষকের সাথে কথা বলে জানতে পারলাম ,, তারা চাষ করতে আগ্রহী কিন্তু বাদ সাধে মালিক প্রথমে দিবে বলে কিন্তু পরে বিভিন্ন কন্ডিশন দেওয়াই চাযীরা ও বর্গা নিয়ে চাযাবাদে আগ্রহী হয়ে উঠছে না। সরকার যদি সঠিক উদ্যোগ নেই তাহলে সমগ্র বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অনেক বাড়বে যা অভিশাপ ছিল তা আশীর্বাদে পরিণত হবে অর্থনীতিকে বেগবান করবে বলে আশা করছি।
Leave a Reply