আনিছুর রহমান রবিনঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেচঁরী রামপূর ইউনিয়নে সুর্যের হাসি নামের ব্লাড ডোনার ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
আজ ১জানুয়ারি ২০২২ইং উপজেলার ১নং চেচঁরী রামপূর ইউনিয়ে কৈখালী বাজরের চেচঁরী রামপূর এমএল মাধ্যমিক বিদ্যলায়ের মাঠে সকাল ১১.০০ টায় মামুন হোসেন খানের সঞ্চালনায় কেক কেটে সুর্যের হাসি ব্লাড ডোনারর্স ক্লাবের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোঃ হারুন আর রশিদ জোমাদ্দার চেয়ারম্যান ১নং চেচঁরী রামপূর ইউনিয়ন, মনির হোসেন খান সাধারন সম্পাদক ১নং চেচঁরী রামপূর ইউনিয়ন আওয়ামী লীগ, আব্দুল মান্নান খান প্রধান উপদেষ্টা কৈখালী সুর্যের হাসি ব্লাড ডেনারর্স ক্লাব।
এসময় সুর্যের হাসি ব্লাড ডোনারর্স ক্লাবের গত ডিসেম্বর মাসে জারা ব্লাড ডোনেট করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে তাদের ৪০ জনকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমাদুলহক মনির। বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন সুর্যের হাসি ব্লাড ডোনারর্স ক্লাবের সার্বিক মঙ্গল কমনা করেন।
Leave a Reply