মোহাম্মদ ইসমাইলঃ চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার ১ নং কধুরখীল ইউনিয়নে টিসিবির পণ্য বিতরনের ব্যাপক অনিয়মের ভিত্তিতে সরেজমিনে অত্র ইউনিয়নের কার্ডধারীর সংখ্যা আট শত জন। কিন্তু প্রতিবারই মেম্বারদের দৌরাত্ম্যে আসল কার ধারী লোকেরা টিসিবির পণ্য পাচ্ছে না বলে ভুক্তভোগীরা জানান। , মেম্বারদের সহায়তায় নিয়ে যায় অন্য লোকেরা কিন্তু আজ সঠিকভাবে পণ্য কার্ডধারীর হাতে পৌঁছে গেছে, ৯ নভেম্বর সকাল ১০ ঘটিকা থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয় মূল্য ৪০৫ টাকা তারমধ্যে ২ লিটার সয়াবিন এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল, বর্তমান বাজার মূল্য থেকে অনেক কম দামে টিসিবির পণ্য বিক্রি করায় সাধারণ মানুষ এই পণ্য পেতে মরিয়া হয়ে উঠেছে।
তারপরও কয়েকটি অনিয়ম চোখে পড়ার মতো অনেক কার্ডে ছবি নাই অনেক কার্ডে নাম পর্যন্ত লেখা নেই।কার্ড নেই এমন লোকদের টিসিবির পণ্য দেওয়ার জন্য ৫ নং ওয়ার্ডের শিমূল মেম্বারের আচরন খুব খারাপ যা বলার অপেক্ষা রাখে না।
কধুরখীল জলিল আম্বিয়া কলেজ থেকে শুরু হয় টিসিবির পণ্য তারপর লালদিঘিরপার ও পরে এম স্কুল হয়ে ১নং ইউনিয়ন পরিষদে এসে পন্য বিক্রি শেষ হয়। এরই মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোঃ সরোয়ার আলম মেম্বার যার কর্মক্ষমতা ব্যবহার খুবই ভালো জন বান্ধব বলা যায় আরো ছিলেন মামুন মেম্বার, টিটু মেম্বার, আরো অনেকে উপস্হিত ছিলেন । অত্র এলাকাবাসী সঠিক ভাবে টিসিবির পণ্য না পাওয়া তে ক্ষোভ প্রকাশ করেন তারা ।
Leave a Reply