আলআমিন কবিরঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে,মেয়র পদে তৃতীয় মেয়াদে,ডাঃ সেলিনা হায়াত আইভির রহমান বিপুল ভোটে নির্বাচীত হওয়ায়, নবনিযুক্ত মেয়র নাঃ গঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত ডাঃ সেলিনা হায়াত আইভিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সংগঠনের কেন্দ্রীয় ও নাঃ গঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রেসেডিয়াম মেম্বার অভয় কুমার রায়, সভাপতিএডভোকেট রঞ্জিত চন্দ্র দে,সাধারন সম্পাদক এডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত,সিনিয়র সহ সভাপতি প্রদীপ কুমার রায়, সি সহ সাধারন সম্পাদক যতিন্দ্র চন্দ্র সাহা অর্থ সম্পাদক সৃতি পাল, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র বীর, সহ ক্রিয়া সম্পাদক শুব সরকার,যুব বিষয়ক সমপাদক আকাশ ঘোষ, নাঃ জেলা জাতীয় হিন্দু মহাজোট সংগঠনের প্রচার সম্পাদক সুমন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply