বেল্লাল হোসেন বাবু, নাটোর:নাটোরের গুরুদাসপুরে স্ত্রীর ওপর অভিমান করে শশুড় বাড়িতে জামাই নুর মোহাম্মদ নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
সোমবার বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালি দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নুর মোহাম্মদ প্রায় ১২ বছর আগে ওই এলাকার হরফ আলীর মেয়ে নিলুফা খাতুনকে বিবাহ করে। বিয়ের পর নুর মোহাম্মদ শশুড় বাড়িতেই বসবাস করতো।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে স্ত্রী নিলুফার সাথে কথা কাটাকাটি হয়। পরে আনুমানিক দুপুর ১২.৩০ ঘটিকায় নুর মোহাম্মদ গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন, পরে পরিবারের সদস্যরা জরুরী ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়,পরে অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এম্বুলেন্স যোগে যাওয়ার পথে পুঠিয়া নামক এলাকায় তিনি মৃত্যু বরণ করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a Reply