আরিফুল ইসলাম শামিমঃ নাটোরের সিংড়ায় সাস্থ্য বিধি নামেনে চলছে জমজমাট গরু হাট,সাধারণ জনগণ জানায়,
করোনা কি শুধু গরিবের চা স্টলে? গরুর হাটই যখন চলবে তাহলের গরিবের পেটে লাথি মেরে কেন তাদের দোকান বন্ধ করছেন?
সিংড়ায় সরকারের বিধি নিষেধ অমান্য করে জমজমাট পশুর হাট, প্রশাসন নিরব
নাটোরের সিংড়া উপজেলার ফেরিঘাট সংলগ্ন গরুর হাটে হাজার হাজার মানুষের উপস্থিতে জমে উঠেছিল কোরবানীর পশুর হাট। সোমবার (১২ জুলাই) ১১ থেকে শুরু করে এক নাগারে বেলা ৫ টা পর্যন্ত এ হাটে গরু কেনা-বেচা।
জানা গেছে, নাটোরে জেলার সর্বত্র পশুর হাট আগামী ১৪ জুলাই পর্যন্ত নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
দুর দুরান্ত থেকে ব্যাপারীরাও গরু কেনা-বেচার উদ্যেশ্যে সিংড়ার গরু হাটে।
গরুর হাট বসানো নিয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম,এম, সামিরুল ইসলাম বলেন, আমরা গরুর হাট বসানো নিয়ে কোন লিখিত অনুমতি দেইনি, তবে হাট বন্ধ করার জন্যও নির্দেশনা পাইনি উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।
এলাকার সাধারণ জনগন বলেন,
এইভাবে যদি সামাজিক দূরত্ব বজায় না রেখে হাট বসানো হয় তাহলে গরীব মানুষদের দোকান বন্ধ করার জন্য কেন জুলুম করা হচ্ছে? ২ সপ্তাহে গরীব দোকানীরা পাচ্ছে মাত্র ৫০০ টাকা যা এক দিনের খরচ সেই পরিবারের।
Leave a Reply