নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের চাষাড়া ভোজ খলিফা রেস্টুরেন্টে গতো ২১ এপ্রিল নারায়ণগঞ্জ এসোসিয়েশন অব স্টুডেন্ট এসিস্ট্যান্স (NASA CU) এর বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মহফিলে নারায়ণগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে নাসা সিইউ এর বর্তমান ২২-২৩ কমিটির সদস্যবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রসায়ন বিভাগের আব্দুর রউফ, মাধবদী সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেন, দীপ্ত টিভির এসিট্যান্ট ডিরেক্টর সৈয়দা আইরিন সুলতানা, ইংরেজি দৈনিক দি প্রেস জার্নালের স্টাফ রিপোর্টার উলফত কবির, রসায়ন বিভাগের আতিকুল ইসলাম, মার্কেটিংয়ের বিক্রম আকিব, পরিসংখ্যানের গালিব রহমান, সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাবের সাংবাদিক সাইফুল ইসলাম এবং সাইকোলজিস্ট মোহারম্মা তুন নেসা ইনাজ।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নারায়ণগঞ্জ ও দেশবাসীর জন্য শুভকামনা করা হয় এবং এসোসিয়েশনের সামগ্রিক পদযাত্রা জন্য সাফল্য কামনা করা হয়। ইফতার পরবর্তী আলোচনা সভার স্বাগত বক্তব্যে সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস হিয়া সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ঙ্গাপন করেন ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য। এর পর একে একে আগত অতিথি এবং বর্তমান ও সাবেক চবির শিক্ষার্থীরা তাদের বক্তব্য পেশ করেন।
আলোচনা সভায় পুরনো স্মৃতি, বর্তমান ক্যাম্পাস ও পড়াশোনা এবং কথাবার্তা উপদেশের মাধ্যমে সবাই এক নির্মল আড্ডায় সময় কাটান। সমাপ্তি বক্তব্যে সংগঠনের বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম সুমন সংগঠনের বর্তমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান।
উল্লেখ্য ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা মিলে NASA, CU – Narayanganj Association of Students Assistance, Chittagong University সংগঠন গড়ে তোলে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সমাজসেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply