আনিছুর রহমান রবিনঃ SSC 95 & HSC 97 FOUNDATION এর ব্যানারে সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার নারায়ণগঞ্জ এর বন্ধু মহলের ব্যাবস্থাপনায় হাক্কানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার গরিব অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও হাক্কানি জামে মসজিদের ইমাম, 95 এর বন্ধু আতাউর রহমান সাবেক কমিশনার, 95 এর বন্ধু মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল গফুর সহ আরো অনেকে। যারা এই মানবিক কাজে সহযোগিতা করেছে তারা হলেন শফিকুল ইসলাম, আলী আজগর বাদল, ইন্দ্র জিৎ ও সোহেল রানা।
Leave a Reply