শামিমঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা ৩নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোটে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল তালা প্রতীক নিয়ে ৩৪ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুমকে হাতি মার্কায় জয়ী করতে নিরলস পরিশ্রম করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা । অপরদিকে জাপা এমপি লিয়াকত হোসেন খোকার রাজনৈতিক কারিশমার কাছে হার মেনেছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে সাধারণ জনগনের মুখেমুখে। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন শেষে ১৩৩ ভোটের মধ্য একটি ভোট নষ্ট হওয়ার কারনে ১৩২ ভোটের মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল পেয়েছেন ৮৩ ভোট। তার প্রতিদ্বন্ধী সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম হাতি প্রতিকে পেয়েছেন ৪৯ ভোট। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য সীমা রানী শীলা টেবিল ঘড়ি প্রতিকে পেয়েছেন ৮৩ ভোট, অ্যাডভোকেট নুরজাহান বই প্রতীকে পেয়েছেন ২৩ ভোট, শাহিদা মোশারফ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে সোনারগাঁ গঙ্গাবাসি ও রামচন্দ্র ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন ভোট গ্রহন শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন। ফলাফল ঘোষণার সাথে সাথে বিজয়ী প্রার্থীর সমর্থকরা স্লোগানে স্লোগানে সোনারগাঁ পৌর এলাকা মুখরিত।
Leave a Reply