রাসেদুল ইসলাম রাসেলঃ প্রতিনিধি (সোনারগাঁ,নারায়ণগঞ্জ )নারায়ণগঞ্জ বন্দর ঘাট সংলগ্ন ফায়ার সার্বিস ষ্টেশনের সামনে ডাঃ ফারুক হোসেনের সহযোগিতায় দিন ব্যাপী বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বন্দর লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টার।
“আগামীতে নিজেকে সুরক্ষিত রাখতে ডায়বেটিস কে জানুন”এই শ্লোগান কে সামনে রেখে বন্দর লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টার থেকে রেলী বের হয়ে বন্দর শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের হরমোন ও ডায়বেটিস বিশেজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ ফারুক হোসেন তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস রোগ নিয়ে ভয় পাবার কিছু নেই পরিমিত খাবার, নিয়মিত হাঁটাচলা, নিয়মিত ডায়াবেটিস চেক করার মাধ্যমে সুস্থ থাকা যায়। ডায়াবেটিস রোগ সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান এবং যে কোন জনসচেতনতামূলক কর্মকান্ডে সংশ্লিষ্ট থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর শাখা রেলীতে অংশগ্রহন সহ বন্দরেবিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।স্হানীয় কাউন্সিলর শাওন অংকন, ইউনাইটেড নারায়নগন্জ ৯৫ ব্যাচের বন্ধু মহল,বন্দরের বিভিন্ন স্কুল, কলেজের সচেতন শিক্ষক সমাজ,সাগর এন্ড ফ্রেন্ডস গ্রুপের সদস্যগণ, বন্দর বাইকার্স গ্রুপের সদস্যগণ, নারায়নগন্জ ডায়বেটিক হাসপাতালের “বিসমিল্লাহ সমিতি র সদস্যগণ ও স্হানীয় সাংবাদিকগণ।
Leave a Reply