আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
অপহরণের ৫ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া (৩৫) নামে ওই অটোরিক্সা চালকের লাশ শুক্রবার সকাল ১১টার দিকে উদ্ধার করা হয়। নিহত রাজিব মিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান,গত ২৭ ডিসেম্বর রাতে অটো চালাতে গিয়ে অপহরণ হয় রাজিব। পরে মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। এ বিষয়ে বন্দর থানায় একটি জিডি করে রাজিবের বাবা মফিজুল ইসলাম যার নাম্বার ১২৪০। কিন্তু পুলিশের গাফিলতিতে জীবিত উদ্ধার হয়নি রাজিব।
প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর তার পরিচয় পাওয়া যায়। এলাকাবাসী সহযোগীতায় খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ শুক্রবার সকালে লাশটিকে উদ্ধার করতে যায়। ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসা রাজিব হোসেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর উত্তরপাড়া মদনগঞ্জ এলাকার মফিজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেছেন। ধারনা করা হচ্ছে, অটোচালক রাজিবকে দু’এক দিন আগে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন বলেও জানান ওসি হাফিজুর রহমান।
Leave a Reply