মোঃ রাসেল মোল্লাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকার কিংফিশার ডগইয়ার্ডে তেল বহনকারী সাংহাই-৮ জাহাজ মেরামতের সময় তেলের চেম্বার হিসেবে পরিচিত তেল মজুদকারী কক্ষ বিস্ফোরণ হয়ে গতকাল ১৬ নভেম্বর বুধবার দুপুরে নুরুজ্জামান (৩৫) নামের এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর শ্রমিক শহিদুল ইসলাম (৪৫) ও ইউনুছ (২৮)। ৩২ হাজার লিটার পেট্রোল কিংবা অকটেন বহনকারী এ জাহাজে চারটি তেল মজুদকারী কক্ষ ছিল। প্রতিটি কক্ষে চার হাজার লিটার তেল মজুদ করে জাহাজ গন্তব্যে আসা যাওয়া করে। সেই তেল মজুদকারী একটি কক্ষ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। নুরুজ্জামান ঢাকা জেলার দোহার থানার জাফর বেপারীর ছেলে। আহত ইউনুছের বাড়ি খুলনা জেলার বৈঠাগাঁথা গ্রামে ও শহিদুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া গ্রামে।
রূপগঞ্জের ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম বলেন, দুর্ঘটনায় নিহত নুরুজ্জামানের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিস্ফোরণে জাহাজের ও তেলের চেম্বারের পুরুত্ব ঢাকনা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।
কিংফিশার ডগইয়ার্ডের মালিক মাসুদ আহমেদ বলেন, মেরামতকারী তেলবাহী জাহাজের আভ্যন্তরীণ বিষয় আমাদের জানা ছিল না। তেলের চেম্বারে পেট্রোল কিংবা অকটেন থাকায় অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটে।
এব্যাপারে নিহত নুরুজ্জামানের পিতা জাফর বেপারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply