আরিফুল ইসলামঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে দিন দিন বাড়ছে কিশোর গ্যাংয়ের উপদ্রব। আর এই কিশোর অপরাধীদের পৃথক পৃথক ভাবে নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর নামধারী বড় ভাই। বড় ভাই ও গুটি কয়েক লোক স্বার্থ হাসিলের জন্য সমাজের বিভিন্ন অপকর্ম করার জন্য এই কিশোরদের ব্যবহার করে আসছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা করছে। ধাওয়া, পাল্টা-ধাওয়ার বাইরেও ঘটছে নানা অপরাধের ঘটনা।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় এক সময় বিএনপি সাথে জড়িত থাকা তাহেরুল (২৯) বর্তমানে এলাকার কথিত ছাত্রলীগ নেতা হয়ে গেছে তার নেতৃত্বে চলে এলাকার সকল অপরাধমূলক কাজ তার এই কাজে সহযোগিতা করে আরেক বিএনপি কর্মী মোঃ হাবীব (২৮) ও আড়াইহাজারের কালাপাহাড়িয়ার বিএনপি নেতা লতিফের পালিত পুত্র তুষার।
বর্তমানে মামলা থেকে বাঁচতে সিদ্ধিরগঞ্জের কথিত ছাত্রলীগের রূপ নিয়ে এলাকায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়, ইভটিজিংসহ এলাকায় বাইক নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক করে বেড়াচ্ছে। এছাড়া র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত দীনার বড় ভাই মাদক ব্যবসায়ী হিরনের ছেলে যুবরাজ (১৮)। এই কিশোর গ্যাংয়ের সাথে মাদক সেবন ও ব্যবসা করে থাকে। তার সাথে আছে তার বন্ধু সাইফুল ওরফে মুরগি সাইফুল (১৮)।
৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রব মিয়া জানান, এসব কিশোর গ্যাং সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন, মাদক ব্যবসা, ইভটিজিংসহ নানা অপকর্ম করে বেড়ায়। তাদের অপকর্মের প্রতিবাদ করলেই মারধরসহ নানা ধরণের নির্যাতনের শিকার হতে হয়।
এছাড়া তারা দাওয়াত কার্ড ছাপিয়ে এলাকার মিল ফ্যাক্টরির মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন লোকদের দাওয়াতপত্র দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মারধররের হুমকি দিয়ে কারখানা বন্ধ করে দেয় সেই ভয়ে তাদের চাঁদা না দিয়ে উপায় থাকে না। ৩ নং ওয়ার্ডের আরেক বাসিন্দা রিপন জানান, এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম বার জানান, কিশোর অপরাধ বন্ধে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রয়োজনে পরিবারের অভিভাবকদেরও নিয়ে আলোচনা করে তাদের সঠিক পথে আনা হবে।
Leave a Reply