আরিফুল ইসলাম শামিমঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ কনস্টেবল পদে লিখিত চাকরির পরিক্ষা দেয়া রাকিব (২১) নামে এক যুবকের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে রহমত উল্লাহ নওশাদ (৩৮) ও নাসির ঢালী (৫০) নামে পুলিশ পরিচয় দান কারী দুই ভুয়া পুলিশ সদস্য কে আটক করে জনতা।
বুধবার ৫ ই জানয়ারী সকালে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ সাব ইইন্সপেক্টর এস আই ইয়াউর রহমান ভুয়া দুই পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয় টি নিশ্চিত করেন।
গ্রফতারকৃত রহমত উললাহ নওশাদ ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত কবির উদিদনের ছেলে।এবং নাসরি ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থাবার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভারাটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে, তারা দুজনেই বড় ধরনের প্রতারক চক্রের হোতা,তাদের বিরুদ্ধে ঢাকা নারায়নগঞ্জে ও মাদারীপুরে একাধীক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ গোয়েন্দা ডিবি পুলিশের এস আই ইয়াউর রহমান জানান।গতকাল সোনারগাঁও য়ের উওর জাইদের গাও গ্রামে পুলিশে চাকরি দেয়ার কথা বলে রাকিব ৩০ এর কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে।এ সময় তাদের সন্দেহ হলে এলাকাবাসীর কাছে আটক হয়, এদিকে দুইজন প্রতারক আটকে খবর পেয়ে নারায়নগঞ্জের গোয়েন্দা ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
Leave a Reply