আব্দুল করিমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত উচ্ছেদ অভিযানে ২ হাজার বর্গফুটেরও বেশি জমি উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এইসব জমির উপর অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম জানান, সকাল দশটায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অর্ধশতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২ হাজার ২০০ বর্গফুট জমি উদ্ধার করা হয়েছে। এই জমিতে যানজট নিরসনের জন্য থ্রি হুইলার রাখা হবে। সোনারগাঁ বহুল আলোচিত থানা রোড ও কলেজ রোড ভোগান্তির অবসান ঘটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার দু’পাশে সিএনজি ও অটো রিক্সা রাখার ব্যবস্থা করে দেওয়া হলে রোডের উপর কেউ সিএনজি অটো রিক্সা রাখবেনা। থ্রি হুইলার রাস্তার দুপাশে রাখার জায়গা না পাওয়াতেই রোডের উপর তারা থ্রি হুইলার রেখে যাত্রী উঠানামা করে। যার ফলে থানা রোডে দেখা যায় তীব্র যানজট ও ভোগান্তি। এজন্য আমাদের উপর নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা জনগণের স্বার্থে যানজট মুক্ত সোনারগাঁ থানা রোড ও কলেজ রোড গড়ে তুলতে চাই এতে সকলের সহযোগিতা অবশ্যই কামনা। সকলের সহযোগিতা থাকলে এই দুপাশের আলোচিত রোডের যানজট নিরসন করা সম্ভব।
অভিযান চলাকালীন সোনারগাঁ থানার (সেকেন্ড অফিসার) এস আই ইমরান ও এস আই আব্দুল কাদের সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও সোনারগাঁও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান ইসলাম জানায়, আমরা আগে কয়েকবার দোকান মালিকদের নোটিশ দিয়েছি যে, তাদের দোকান তারা সরিয়ে নেয়। অতঃপর আমরা আজকে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি। এটি রোডস এন্ড হাইওয়ের সম্পত্তি, এখানে কোন অবৈধ দোকানদারিত্ব চলবে না। আমরা এখানে যানজট নিরসনের জন্য থ্রি হুইলার রাখার ব্যবস্থা করে দিব। যাতে করে কোন থ্রি হুইলার রোডের উপর যাত্রী উঠানামা না করে।এ উচ্ছেদ অভিযানে সোনারগাঁ বাসির স্বস্তি বয়ে আনবে আমরা মনে করছি। রোড থাকবে যানজট মুক্ত।
Leave a Reply