ভিপি পারভেজঃ কলঙ্কময় জেলহত্যা দিবস আজ, বাঙালি জাতির জীবনে এক বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মুনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। মধ্যরাতে কারাগারের ভেতরে এমন জঘন্য ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ওই ঘটনায় দেশবাসীসহ সারা বিশ্ব স্তম্ভিত হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভার কাঠপট্টি এলাকায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কার্যালয়ে
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, সোনারগাঁ উপজেলা পরিষদ ও সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর যৌথ আয়োজনে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
এর আগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল।
বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করে। দিবসটি উপলক্ষে শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সাবেক ডেপুটি কমান্ডার সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা পরিষদ ও সভাপতি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।
প্রধান আলোচক রেজওয়ান-উল-ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহীম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব আলম, অফিসার ইনচার্জ সোনারগাঁ থানা। অপারেশন ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান,
আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,
সহ-সভাপতি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ।
বাইস চেয়ারম্যান, মাহমুদা আক্তার ফেন্সি,
বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, সাবেক কমান্ডার সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সোনারগাঁও উপজেলা পরিষদের কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলার মুক্তিযোদ্ধাগন।
Leave a Reply