ভিপি পারভেজঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক
ঘোষিত ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের আয়োজন
করা হয়েছে, শনিবার ১১ ফেব্রুয়ারী সকাল ১১:০০ ঘটিকার সময়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রদান কার্যালয়ে মেঘনা শিল্পাঞ্চল, নিউটাউনে এ অনুষ্ঠানের আয়োজন কারা হয়।
আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সিনিয়র সহ- সভাপতি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যানের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা পরিষদ । উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,সাংগঠনিক সম্পাদক সাঈদ, আলহাজ্ব ফিরোজ্জামান মোল্লা আহবায়ক পিরোজপুর ইউনিয়ন আওয়ামিলীগ, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ, উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সমাবেশে বক্তারা বলেন যে কোন মূল্যে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিহত করা হবে। আমরা এ সোনারগাঁয়ে তাঁদের কে কোন নৈরাজ্য করতে দিব না। তাদের সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবেনা। এ ছাড়াও সকল নেতাকর্মীদের বিএনপির জামাত অপশক্তির বিরুদ্ধে, সকল ষড়যন্ত্র,আগুন সন্ত্রাস, নাশকতা ও অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশ শেষে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন এলাকায় গন মিছিল করেন নেতাকর্মীরা।
Leave a Reply