আনিসুর রহমান (রবিন) নিজস্ব প্রতিবেদনঃ- যেখানে শ্রমিকদের উন্নয়নে কাজ করার কথা বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন ফতুল্লা শাখার।সেখানে তথ্য সংগ্রহ করে জানা যায়- শ্রমিকদের উন্নয়ন দূরের কথা-শ্রমিকদের অর্থ আত্মসাৎ, একচেটিয়া কমিটি করে সরকারি ভূমি দখলসহ অন্যান্য অপকর্মে লিপ্ত উক্ত কমিটি। তাদের অনৈতিক কাজে কোন শ্রমিকের সায় নাই। শ্রমিকরা চাচ্ছে-বেআইনি কমিটি ভেঙ্গে পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে। আর এমনিতেও ৩০ বছর কোন কমিটি থাকলে তা অটো বাদ হয়ে যায়-আইন মোতাবেক। অবৈধ কমিটির-বাবুল ও আলামিন গংদের বিচার চায় শ্রমিকরা। শ্রমিকরা চায়-খাই খাই কমিটির ৩০ বছরের হিসাব যেন আইনী প্রক্রিয়ায় হয়-শ্রমিকদের উন্নয়নে। শ্রমিকরা চায়-শ্রমিকদের নাম ভাঙ্গিয়ে যে চাঁদা আদায় করা হয় সে চাঁদা যেন শ্রমিকদের উন্নয়নে আসে। সে জন্য নতুন কমিটি তৈরি করার লক্ষে শ্রমিকরা। উক্ত গংদের বিচার দাবী করেন ৮০০ মত শ্রমিক। তারা আরো বলেন উপরোক্ত দুর্নীতিবাজ কমিটিকে আইনের আওতায় এনে-শাস্তি প্রদানের ব্যবস্থা করলে ৮০০ শ্রমিক পরিবার রেহাই পাবে ও দুর্নীতি মুক্ত হবে- বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন (রেজি: ১৭৫৩) যমুনা ডিপো ইউনিট শাখা, এনায়েত নগর, ফতুল্লা, নারায়নগঞ্জ, বাংলাদেশ।
Leave a Reply