সাব্বির ইবনে ছিদ্দিকঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৪৯৫ পিস ইয়াবাসহ নবীর উদ্দিন (৫৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (৩১আগস্ট) রাতে উপজেলার চরকৈলাশ পাঁচবিঘা এতিমখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নবীর উদ্দিন হাতিয়ার পৌরসভা চরকৈলাশ পাঁচবিঘা গ্রামের মৃত অলিউল্যাহর ছেলে।
বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাত ০৯টা ১৫ মিনিট এ নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন
চরকৈলাশ পাঁচবিঘা এতিমখানা সংলগ্ন এলাকা
থেকে ৪৯৫ পিস ইয়াবা সহ নবীর উদ্দিন (৫৩) কে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী পৌরসভা ১নং ওয়ার্ডের চরকৈলাশ পাঁচবিঘা গ্রামের বাসিন্দা । পরবর্তীতে মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদক কারবারি নবীর কে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply