আনিছুর রহমান রবিনঃ ফেনী সদর উপজেলার ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন(৪,৫,৬) নং ওয়ার্ড থেকে বিপুল ভোট পেয়ে ২য় বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন শিরিনা আক্তার।তিনি সদর উপজেলার ২ নং পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের বচন পাটোয়ারী বাড়ীর মৃত সিরাজুল ইসলামের একমাত্র সুযোগ্য কন্যা।
অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি মাইক প্রতীকে নির্বাচন করে সর্বোচ্ছ ২৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।তার হাতে বিজয়ীর সনদপত্র তুলে দেন নির্বাচন কর্মকর্তা।তার নিকট তম প্রার্থী সূর্যমুখী প্রতীক আয়েশা পেয়েছন ১৯৭৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।এই ওয়ার্ডে আবারো ইউপি সদস্য হিসেবে শিরিনকে পেয়ে অনেক উচ্ছাসিত এলাকাবাসী।এলাকা বাসী জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন সৎ, দক্ষ ও সমাজসেবীকে নেত্রীকে ইউপি সদস্য পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।এ রকম একটি নির্বাচনের জন্য আমরা জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এছাড়াও শিরিন ইতিপূর্বে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।শিরিন সদর মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা।
শিরিনা বলেন,আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তায়া’লা নিকট।কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক গুরু জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি এবং জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লায়লা জেসমিন বড়মণির নিকট।কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ৪,৫,৬ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের প্রতি,পুনরায় আমাকে নির্বাচিত করার জন্য।
আপনাদের দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণা আমার সারা জীবন মনে থাকবে।আগামী ৫ বছর নিজ এলাকায় অবস্থান করে সুখে-দুঃখে
আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। মানুষ ন্যায়-অন্যায়ের জুলুমের সুষ্ঠু বিচার আর যে কোনো সমস্যায় তাদের মেম্বার-চেয়ারম্যানকে পাশে চায়।আমি মানুষের চাওয়াকে সব সময় গুরুত্ব দিবো।এলাকাবাসী তাই যোগ্য মনে করে আমাকে নির্বাচিত করেছে।আমি এলাকাবাসীর জন্য আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে কাজ করে যাবো।
তিনি আরো বলেন,আমি নারীদের স্বাবলম্বী করতে কাজ করব এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখব ইনশাল্লাহ।আমি এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
Leave a Reply