আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ জিয়ানগর এলাকায় শুক্রবার সকালে বসত বাড়ির একটি বাগানের ৫০টি ফলের গাছ সহ দামী কাঠের গাছ কেটে দিয়েছে আফজাল বাহিনী।উপজেলার ৮ নং পিরোজপুর ইউনিয়নের জিয়া নগর গ্রামে সাবেক ইউপি সদস্য কবির হোসেনের বসত বাগানে এই ঘটনা ঘটে।জানা যায়, প্রতি হিংসার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী আঃ কবির। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত কবির হোসেন জানান, প্রায় ২০ শতাংশ জায়গা জুড়ে ৬০/৭০টি বিভিন্ন ফলের গাছ সহ কাঠ গাছ রোপণ করেছিলেন তিনি। বাগানটি পেঁপে,আম , মাল্টা সহ বিভিন্ন কাঠ গাছের চারা দিয়ে সাজিয়েছিলেন। বাগান পরিচর্যায়, ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ ও প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। তার প্রতিবেশী ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আফজাল হোসেনের নেতৃত্বে ৮/১০ জনের ভূমি দস্যুদের দল এই ঘটনা ঘটায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কবির হোসেন নিজে বাদী হয়ে অজ্ঞাত পাঁচ জন সহ আরো ৫ জনকে উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, পিরোজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর মোঃ হাসান,পিতা মৃত, সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর,পিতা, মোঃ জোহর আলী, রেকমত আলী, পিতা, আঃ কাদির, মোঃ শাহজালাল, পিতা, মৃত, রকমত উল্লাহ, মোঃ জজ মিয়া, পিতা মৃত ফারেক।
ঘটনাস্থলে অভিযুক্তদের কাছ থেকে জানা যায়, কোম্পানির রাস্তা করার জন্য ইউপি সদস্য আফজাল হোসেনের হুকুমে তারা গাছগুলো কেটে দিয়েছে।
এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত আফজাল এর সাথে যোগাযোগ চেস্ট করলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানার (ওসি ) মাহাবুব আলম জানান, এ বিষয়ে আমি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply