আরিফুল ইসলাম শামিমঃ ছাগলনাইয়ায় গরীব ও অসহায় ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। মঙ্গলবার সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর সিংহ নগর গ্রামের ৪’শ গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংক’র সাবেক চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংক’র উদ্যোক্তা পরিচালক ফিরোজা বেগম, দ্বীন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক গনি আহমেদ, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক, মার্কেন্টাইল ব্যাংক’র এফএভিপি ও বারইয়ার হাট শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুল আলম, মার্কেন্টাইল ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, মার্কেন্টাইল ব্যাংক বারইয়ার হাট শাখার অফিসার ও ক্যাশ ইনচার্জ আবু আল সাঈদ, ফারুকী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী ফারুক হোসেন, এমএইচ ট্রেডার্স এর এজিএম সফিকুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আবদুর রহিম পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংক বারইয়ার হাট শাখার অফিসার ও ক্যাশ ইনচার্জ আবু আল সাঈদ জানায়, মার্কেন্টাইল ব্যাংক’র সিএসআর-এর বিশেষ কর্মসূচীর আওয়তায় ছাগলনাইয়ায় খাদ্য দ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশ ব্যাপি মার্কেন্টাইল ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করছে।
ফারুকী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী ফারুক হোসেন জানান, মার্কেন্টাইল ব্যাংক’র খাদ্য সামগ্রীর প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি করে মুসুরীর ডাল ও ময়দা, ২ লিটার সয়াবিন তেল, এক কেজি লবন, একটি লিকুয়িড হ্যান্ড ওয়াশ, একটি হ্যান্ড রাব, একটি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক ট্রাইবুনাল এর জেলা প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল, দৈনিক অজেয় বাংলার সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়, দৈনিক ট্রাইবুনাল এর ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply