আমির হোসেনঃ সোনাগাজী উপজেলার দক্ষিন চরদরবেশ ( ৮নং স্লুইজ ) এলাকার ব্যাবসায়ী আজাদুল ইসলাম ডালিম (৩০) এর উপর হামলা করেছে জলদস্যুর সহযোগী রাকিব (২৫) ।
এলাকাবাসি জানায় জমি দখলে বাধা দেয়ায় আজ সন্ধ্যায় রাকিবের নেতৃত্বে তার সহযোগী শামীম(৩০) , বাবু(২৮) , শফি সহ আরো ৮/১০জন সশস্ত্র সন্ত্রাসী ডালিমের উপর হামলা করে।
এসময় তাদের রড এবং লাঠির আঘাতে রক্তাক্ত জখম হয় ব্যবসায়ী ডালিম ও তার বাবা রমজান আলি এবং ভাই সাহাব উদ্দিন ।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন ।
জানা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকার কয়েকজন প্রভাবশালী লোকের ইন্ধনে চাঁদাবাজী , সম্পত্তি জোরপূর্বক দখল সহ সব ধরনের অপকর্মে লিপ্ত রাকিব ও তার সহযোগীরা।
এ ঘটনায় থানায় মামলা দিয়েছেন ব্যবসায়ী . ডালিম । মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানার এসআই বেলায়েত হোসেন জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।
ছবিতে -আহত ডালিম ও হামলাকারি রাকিব ।
Leave a Reply