আনিছুর রহমান রবিনঃ ফেনীর সোনাগাজীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ।
ধৃত যুবকের নাম নুর ইসলাম রাসেল (৩৪) । সে উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়ীর আব্দুল করিমের ছেলে ও সদর ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ।ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সোনাগাজী উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়ীতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয় ।
এসময় তার ঘর তল্লাশি করে দেশীয় তৈরি দুটি এলজি , একটি একনালা বন্দুক ও একটি বড় রামদা উদ্ধার করা হয়। সোনাগাজী থানার ওসি আরো জানান , সোমবার সকালে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতকে আদালতে পাঠানো হয়েছে ।
সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন জানান , রাসেল তালিকাভুক্ত সন্ত্রাসী । দীর্ঘদিন পলাতক ছিল ।
যুবদল ক্যাডার রাসেল চুরি , ডাকাতি ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল । তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply